আশ্রমের দৈনিক পূজা অর্চণা ও নিয়মনীতি
মন্দির খোলা ও সকালের পূজা
ভোর ৪.৪৫ মিনিট হতে ভোর ৫.০০ টা এর মধ্যে বাবার শ্রী মন্দির খোলা হয়। বাবার নিত্য স্নানাদি, ফুল দেওয়া ও চরণে তুলসী নিবেদন করা হয়। সকাল ৬.০০ টায় বিভিন্ন প্রকার ফল ও মিষ্টি দিয়ে বাবার মন্দিরে ভোগ প্রদান করা হয়।
বাল্যভোগ
সকাল ৮.৪৫ মিনিটি হতে ৮.৫০ মিনিট এর মধ্যে বাল্যভোগ বাবার নিকটে আনয়ন করা হয়। সকাল ৯.০০ টার মধ্যে বাল্যভোগ নিবেদন পূর্বক করা হয়। দরজা বন্ধ রেখে ভোগ নিবেদন শেষ করে পরে ৯.৩৫ মিনিটে বাল্যভোগ মন্দিরে হতে বাহিরে আনা হয়। বাল্যভোগ বিতরন সকাল ১১.৪০ মিনিটে ও অঞ্জলী প্রদান সকাল ১১.৪০ মিনিটে করা হয়।
রাজভোগ
বিকাল ৪.০০ টায় রাজভোগ বাবার নিকটে নিবেদন করা হয়। দরজা বন্ধ রেখে ভোগ নিবেদন শেষে বিকাল ৪.৩৫ মিনিটে রাজভোগ মন্দির হতে বাহিরে আনা হয়। রাজভোগ বিতরন বিকাল ৪.৪৫ মিনিটে।
সন্ধারতি
সন্ধা ৬.৩০ মিনিটি থেকে আরতি কীর্তন, ফল, মিষ্টি, বাতাসা, নকুলদানা, তালমিস্ত্রিসহ ভোগ বাবার নিকটে নিবেদন করা হয় এবং পরে ভক্তদের মাঝে বিতরন করা হয়। কাজটি সান্ধকালীন সময় হতে আরতি শেষ না হওয়া পর্যন্ত চলে তারপর আশ্রম বন্ধ করা হয়।
ভোগ নিবেদন
শুধুমাত্র মন্দির খোলা থাকাকালীন সময় ভক্তদের আনীত ভোগ বাবার উদ্দেশ্যে নিবেদন করা হয়।
অন্নপ্রাশন
প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত।